Archive | Test Tube Baby RSS for this section

যখন টেষ্ট টিউবে শিশুকে জন্মানো হয় (IVF)। ১৯ তম পর্ব। ফিজিওলজী অথবা মেডিসিনে ২০১০ এর নোবেল বিজয়ী।

১৯ তম পর্ব। যখন টেষ্ট টিউবে শিশুকে জন্মানো হয়। ফিজিওলজী অথবা মেডিসিনে ২০১০ এর নোবেল বিজয়ী।

যখন টেষ্ট টিউবে শিশুকে জন্মানো হয় (IVF)। ১৯ তম পর্ব। ফিজিওলজী অথবা মেডিসিনে ২০১০ এর নোবেল বিজয়ী।

1

Figure source- http://www.nobelprize.org/nobel_prizes/medicine/laureates/2010/

চিত্র-১

Robert G. Edwards

জন্ম: ২৭ সেপ্টেম্বর ১৯২৫, Batley, United Kingdom

মৃত্যু: ১০ এপ্রিল  ২০১৩, Cambridge, United Kingdom

Robert G. Edwards ২০১০ সালে মেডিসিন এর উপর নোবেল বিজয়ী হন, টেস্ট টিউব এর মধ্যে শিশুর জন্ম পদ্ধতি আবিস্কারের উপর।  (১)

এই পদ্ধতিকে IVF (IN-VITRO FERTILIZATION) বলে। এর অর্থ শরীর (জরায়ু) এর বাইরে ডিম্ব নিষিক্ত করন।

জী হা, বর্তমানে একটি বিরাট সংখ্যক শিশু টেষ্ট টিউবে জন্ম নিয়ে থাকে। কিন্তু টেষ্ট টিউবে শিশুর জন্ম বুঝতে হলে আগে শিশুর প্রাকৃতিক জন্ম পদ্ধতিটা একটু জানার দরকার আছে।

এজন্য নীচের চিত্রটি একটু দেখলে সহজেই বুঝতে পারবেন, প্রাকৃতিক পদ্ধতিতে কী ভাবে একটি শিশু জন্ম লচ্ছে।

2

Figure source- http://www.medindia.net/surgicalprocedures/tubectomy_print.htm

চিত্র-২

উপরের ২নং চিত্রে দেখানো হয়েছে কী ভাবে স্বাভাবিক প্রদ্ধতিতে জরায়ূতে একটি পুরুষ প্রজনন কোষ (SPERMATOZOA) একটি স্ত্রী প্রজনন কোষকে (OOCYTE)  জরায়ুর (UTERUS) এর FALLOPIAN TUBE এর FUNDUS নামক প্রশস্ত স্থানে, নিষিক্ত (FERTILIZED) করিয়া ,শিশুর  সর্ব প্রথম ZYGOTE নামক কোষটি  জন্ম দিচ্ছে।  এরপর এই ZYGOTE টি বিভাজিত হতে হতে FALLOPIAN TUBE এর মধ্য দিয়ে জরায়ুতে পৌছে যায়। তারপর জরায়ু গাত্রে শিকড় গেড়ে, ক্রমান্বয়ে শিশুটি বৃদ্ধি পেতে থাকে। এরপর ৯ মাস ১০ দিন পর শিশুটি জন্ম লয়।

এটা একটু বিস্তারিত জানতে ১৪ তম পর্বটি আর একবার পড়ে লউন।

3

Figure source- https://mannatfertility.wordpress.com/tag/test-tube-baby-procedure/

চিত্র-৩

এই চিত্রে টেষ্টটিউব এর ব্যবহার দেখানো হয়েছে।

4

Figure source-   http://pgdfrantz.blogspot.com/

চিত্র-৪,

এখানে পেট্রিডিস এর ব্যবহার দেখানো হয়েছে।

চিত্র-৩ ও ৪, এখানে দেখানো হয়েছে, কীভাবে স্ত্রী প্রজনন কোষকে একটি পেট্রিডিস বা টেষ্টটিউব এর মধ্যে পুরুষ প্রজনন কোষ দ্বারা নিষিক্ত (FERTILIZED) করা হচ্ছে ও তারপর ZYGOTE টি বিভাজিত হওয়ার পর সিরিঞ্জ দ্বারা কোষগুলী জরায়ুতে ঢুকিয়ে দেওয়া হচ্ছে।

পদ্ধতি

উপরে চিত্র দেখুন-

১. ডিম্বাশয়ের (OVARY) ডিম্বকে FSH হরমোন ইনজেকশন করে উত্তেজিত করে একাধিক ডিম্বকোষ উৎপাদন করা হয়। (২)

২. একটি টেষ্টটিউবে (বা পেট্রিডিসে) NUTRITION BROTH (এক ধরনের কালচার মেডিয়া) পূর্ব হতে তৈরী করে রাখা হয়। সিরিঞ্জ দ্বারা ডিম্বাশয় হতে ডিম্ব সংগ্রহ করিয়া পেট্রিডিস বা টেষ্ট টিউব এর মধ্যে ঢুকানো হয়।

৩. এবার এই পেট্রিডিসে বা টেষ্টটিউবে পূর্ব হতে সংগৃহিত ও সংরক্ষিত পুরুষ প্রজনন কোষ (SPERM) সিরিঞ্জ দ্বারা ঢুকিয়ে মিশিয়ে দেওয়া হয়।

৪. পেট্রিডিসে বা টেষ্টটিউবে স্ত্রী প্রজনন কোষ SPERM দ্বারা নিষিক্ত ( FERTILIZED) হয়ে  একটি এক কোষী ZYGOTE এ পরিণত হয়ে যায়।

৫. এবার এই এক কোষী ZYGOTE নামক ভ্রুণটি MITOTIC পদ্ধতি তে বিভাজন হতে থাকে। (MITOTIC কী ৭ম পর্ব দেখুন)।

৬. এই ভ্রুণ কোষ গুলী সংখ্যায় ৮ টায় পৌছে গেলে, তখন এগুলীকে সিরিঞ্জ দ্বারা জরায়ূর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। (২)

এরপর এই পেট্রিডিসে বা  টেষ্ট টিউবে জন্ম লওয়া ভ্রুনটি জরায়ুতে স্বাভাবিক ভাবে বর্ধিত হতে থাকে ও ভুমিষ্ঠ হয়।

এই শিশুটাকেই বলা হয় টেষ্ট টিউব শিশু।(২)

IVF এর প্রয়োজনীয়তা কী?

বন্ধা যুগলদের সন্তান প্রদান করাই এর উদ্যেশ্য। ১০% যুগলদের বন্ধা হতে দেখা যায়। এরা জরায়ুর অভ্যন্তরে স্ত্রী প্রজনন কোষকে নিষিক্ত করতে সক্ষম হননা। তাদের জন্য IVF পদ্ধতি পূর্ণ মাত্রায় সফল পদ্ধতি।

ভ্রুণটির কোষ জ্বীনগত কোন সমস্যা বহন করতেছে কীনা তা জরায়ূতে স্থাপনের পূর্বেই ল্যাবরেটরীতে পরীক্ষা করিয়া দেখার সুযোগ পাওয়া যায়। একে PGD বা Pre-Implantation Genetic Diagnosis বলে।। (৩)

 

IVF কখন হতে আরম্ভ হয়েছে?

Edwards ১৯৫০ সন হতে IVF এর উপর কাজ আরম্ভ করেন। তিনি ১৯৭৮ সালের ২৫ শে জুলাই বিশ্বে সর্ব প্রথম , Louise Brown, নামে  টেষ্ট টিউব শিশুটিকে উৎপাদনে সাফল্য অর্জন করেন।

এর পর Edwards বিশ্বে তার অন্যান্য সহকর্মীদেরকে সংগে লয়ে পদ্ধতির আরো উন্নতি সাধন করে একত্রে কাজ চালাতে থাকেন। এ পর্যন্ত প্রায় ৪ মিলিয়নের মত টেষ্ট টিউব শিশু জন্মানো হয়েছে।

এর মাধ্যমে তিনি আধুনিক চিকিৎসা পদ্ধতির উপর একটা বড় ধরনের অবদান রাখেন।

আজ বিশ্বে সর্বত্র IVF পদ্ধতির চিকিৎসা পূর্ণ মাত্রায় চালু রয়েছে।

বেশ কিছু প্রতিকুলতার মধ্য দিয়ে তাকে এগুতে হয়েছিল।

১৯৫০ সনে যখন তিনি এই গবেষনা আরম্ভ করলেন, তখন মেডিকেল রিসার্চ কাউন্সিল তার গবেষনার ফান্ড বন্দ করে দিলেন।

তখন একটা প্রাইভেট অর্গানাইজেশন তার এই গবেষনার কাজে ফান্ড প্রদান করতে এগিয়ে এসেছিল।

ধর্মীয় , সামাজিক ও আইন সংস্থা গুলী তার এ কাজের কঠোর বিরোধিতা মুলক সমালোচনা আরম্ভ করেছিল। তারা এ পদ্ধতিকে অনৈতিক বলে দাবী করতে থাকলেন।

কিন্তু তিনি এর মধ্য দিয়ে কাজ চালিয়ে এগিয়ে যেতে থাকলেন।

কাজের পদ্ধতির দিক দিয়েও পথম দিকে বেশ কিছু সমস্যা দেখা দিয়েছিল। এজন্য তিনি Gynecologist Patrick Steptoe, এর সংগে যোগাযোগ করে সহযোগিতা গ্রহন করেন।তিনি সার্জারীর মাধ্যমে ডিম্বাশয় হতে ডিম্বকোষ সংগ্রহ করতে সহযোগিতা করেন।

বর্তমানে এই পদ্ধতিকে অনেক উন্নত করা হয়েছে। এখন ULTRA SOUND দ্বারা পরিপক্ক ডিম্বকোষকে OVARY তে সনাক্ত করা হয় এবং মাইক্রোসিরিঞ্জ দ্বারা সেটাকে সংগ্রহ করা হয়।

এবং  মাইক্রোসিরিঞ্জ দ্বারা শুক্রানুকে টেষ্ট টিউব (বা পেট্রি ডিস)এর ডিম্বকোষে সরাসরি ইনজেক্ট করিয়া FERTILIZE  করা হয়।

 

PGD বা Pre-Implantation Genetic Diagnosis

কী?

এই পদ্ধতিতে জরায়ূতে কোষ ঢুকানোর পূর্বে, এই কোষে কোন জ্বীনগত ত্রুটি আছে কিনা তা ল্যাবরেটরীতে পরীক্ষা করিয়া লওয়া হয়। এর ফলে পিতামাতা মারাত্মক জেনেটিক ত্রুটিপূর্ণ শিশু, যেমন Cystic fibrosis, Sickle Cell Anemia ও Thalassemia সহ মারাত্মক জ্বীনগত ত্রুটি পূর্ণ শিশু গ্রহন না করার সুযোগ পেয়ে থাকে।

চিকিৎসক গণ ২টা পদ্ধতিতে জ্বীনগত ত্রুটি নির্ণয় করে থাকেন, যেমন-

·         FISH (Fluorescent in situ Hybridization)

·       PCR

IVF পদ্ধতিতে  কী কোন সমস্যার সৃষ্টি হতে পারে?

জী হ্যা,

নিম্ন লিখিত সমস্যাগুলী হতে পারে যেমন-

·         একাধিক কোষ জরায়ূতে ঢুকানোর ফলে একাধিক শিশু জন্মাতে পারে।

  • OHSS: Ovarian Hyper- stimulation Syndrome: এতে অত্যধিক ওজন বৃদ্ধি, ঘন ঘন প্রশ্রাব হওয়া, কীডনী নষ্ট হওয়া ইত্যাদি।
  • তলপেট প্রদাহ

(৩)

(নীচের ভিডিও গুলী দেখুন)

এছাড়া বেশীর ভাগ ক্ষেত্রে দুই একটা  পূর্ব-প্রসব হওয়া ছাড়া আর তেমন কোনই ক্ষতি এ পর্যন্ত পাওয়া যায় নাই। এই পদ্ধতিতে যারা জন্ম লয়েছে তারা অনেকেই আজ পূর্ণ বয়স্ক ও সন্তান সন্ততির পিতা মাতা হয়ে সচ্ছন্দ জীবন যাপন করিতেছেন।আমেরিকায় ১৯৮১ সনে IVF ও এই জাতীয় পদ্ধতি ব্যবহারের মাধ্যমে ২,০০০০০ শিশু জন্মেছে।(২)

 

 পূর্বের পর্ব সমূহ এখানে দেখুন-

http://www.chkdr02.wordpress.com

Updated 0n-

 

ভিডিওগুলী দেখুন-

১।

Fertility Clinics IVI – Pre-implantational Genetic Diagnosis PGD (EU, 2014)

https://www.youtube.com/watch?v=zUXmRSjj1Os

২।

3D animation of how IVF works

https://www.youtube.com/watch?v=GeigYib39Rs

৩।

In Vitro Fertilization (IVF)

https://www.youtube.com/watch?v=uXsCngh89fI

 

১৯ তম পর্বের সূত্র সমুহ-

১. NOBEL PRIZE

http://www.nobelprize.org/nobel_prizes/medicine/laureates/2010/

২. WEB MD

http://www.webmd.com/infertility-and-reproduction/guide/in-vitro-fertilization

PGD

৩. http://pgdfrantz.blogspot.com/